তিনি অফ ফর্মে কমই থাকেন। মাঠের বাইরে যতো সমালোচনা তা বল কিংবা ব্যাট হাতেই জবাব দেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলে যাচ্ছেন দাপটে। স্বস্তির ব্যাপার, সেই পুরোনো ছন্দে এই অলরাউন্ডার। বিপিএলে সিলেট পর্বেও চলছে অধিনায়ক সাকিব ম্যাজিক।
সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে শীর্ষে উঠে গেল ফরচুন বরিশাল। বিপিএলে সিলেট পর্বের প্রথম ম্যাচে ৩২ রানে জিতল বরিশাল। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সাকিবের দলই এখন শীর্ষে। এক ম্যাচ কম খেলে কুমিল্লার অর্জন ৯ পয়েন্ট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫৫ রান তুলে বরিশাল। এরপর ১২৩ রানে কুমিল্লাকে আটকে ফেলে তারা।
বিপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ৪ চার ও ৩ ছক্কায় মুনিম করেন ২৫ বলে ৪৫। সাকিবের ব্যাট থেকে আসে ফিফটি। সঙ্গে বল হাতে ২ উইকেট নিয়ে তিনিই সেরা। এবার নিয়ে টানা তিন ম্যাচে ম্যান অব দা ম্যাচের পুরস্কার পেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৫৫/৫ (মুনিম ৪৫, গেইল ১০, শান্ত ১, সাকিব ৫০, হৃদয় ৩১*, ব্রাভো ১০, সোহান ৩*; নাহিদুল ৩-০-৩০-০, মুস্তাফিজ ৪-০-৩০-১, তানভির ৩-০-২২-২, সুমন ১-০-১৬-০, নারাইন ৪-০-২৫-০, মইন ৩-০-২১-১, করিম ২-০-৬-২)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১২৩/৯ (লিটন ১৭, ইমরুল ১, মুমিনুল ৩০, মাহমুদুল ৫, মইন ৬, নাহিদুল ১, নারাইন ৩, করিম ১৭, সুমন ৮, তানভির ২১*, মুস্তাফিজ ৭*; মুজিব ৪-০-২৭-০, সাকিব ৪-০-২০-২, ব্রাভো ৪-০-২৯-২, নাঈম ৪-০-২৯-৩, শান্ত ২-০-৫-১, গেইল ২-০-১০-০)
ফল: ফরচুন বরিশাল ৩২ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post