চোটের সঙ্গেই যেন তার বসবাস। কিছুতেই স্বস্তি পান না তিনি। যখনই থাকেন ফর্মের তুঙ্গে তখনই পেয়ে যান দুঃসংবাদ। ফের ইনজুরিতে মাঠের বাইরে তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ থেকে বাদ পড়ে গেলেন এই পেসার। তার জায়গায় একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স।
বিপিএলের দল সিলেটের মিডিয়া বিভাগ সোমবার জানিয়েছে তাসকিন এই বিপিএলে আর খেলতে পারছেন না। এমআরআই করে তার পুরনো চোট ধরা পড়ে। তাসকিনের জায়গায় দলে ঢুকলেন স্বাধীন।
পিঠের ব্যথা ফের ফিরে এসেছে তাসকিনের। ঠিক এই কারণেই ৩ ফেব্রুয়ারি বিপিএলে খুলনার বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি। এবার জানা গেল আর খেলা হচ্ছেই না তার। সিলেটের পর ঢাকা পর্বেও মাঠের বাইরেই থাকবেন সিলেটের ‘আইকন’ক্রিকেটার তাসকিন। এমন কী এই ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে তাসকিনের খেলা নিয়েও আছে শঙ্কা।
তাসকিনের জায়গায় ডাক পাওয়া ১৯ বছর বয়সী স্বাধীন মাত্র ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। গত বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলা এই ৩ ম্যাচ উইকেট পান ৪টি। এক ম্যাচে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
Discussion about this post