অল্পতেই রক্ষা পেলেন তিনি। সোশাল মিডিয়ায় যেভাবে ঘটনা ছড়িয়েছিল-মনে হচ্ছিল কঠিন শাস্তি অপেক্ষায়। কিন্তু শুধু তিরস্কারেই রক্ষা পেলেন মোহাম্মদ শাহজাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি ভেঙে তেমন বড় কোন শাস্তিই পেলেন না। মাঠে ধূমপান করায় তিরস্কার করা তাকে। বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলা এই আফগান কিপার-ব্যাটসম্যানকে একটি ডিমেরিট পয়েন্টও জরিমানা করা হয়েছে।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজাদের শাস্তির কথা জানিয়েছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে এই আফগান ওপেনারকে সতর্ক করে দেওয়া হয়েছে।
মিরপুরে এদিন ছিল বৃষ্টির দাপট। দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে মিনিস্টার ঢাকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এইরমধ্যে এক সময় বৃষ্টি থামতেই ক্রিকেটাররা কেউ অনুশীলন করছিলেন। কেউবা আবার দিচ্ছিলেন আড্ডা। তখনই রাতের আলোয় শাহজাদকে দেখা গেছে ই-সিগারেট টানতে। যে দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে ভাইরাল হয়ে যায় ফেসবুকে।
এরপরই তাকে মুখোমুখি হতে হয় ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুলের। মাঠের ভেতরে ধূমপান করা ক্রিকেটের আচরণবিধির লঙ্ঘন। এরপর পরিস্থিতি বুঝে শাহজাদ ভুল স্বীকার করে নেন। যে কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
শাহজাদ যখন ই-সিগারেট খাচ্ছিলেন তখনই এটা চোখে পড়ে মিনিস্টার ঢাকার কোচ মিজানুর রহমান বাবুল ও অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালের। এরপরই তারা ড্রেসিং রুমে চলে যান।
এক সময়ের ডোপপাপী শাহজাদ। ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে ২০১৭ সালে তিনি ক্রিকেট থেকে বকে বছরের জন্য নিষিদ্ধ হন। এরপর ২০১৯ সালে আফগান বোর্ডের আচরণবিধি ভাঙায় আবার নিষিদ্ধ হন এক বছর।
Discussion about this post