পাত্তাই পেলো না ইংল্যান্ড। পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে ইংলিশদের ১৪৬ রানে অনায়াসে হারাল অস্ট্রেলিয়া। এ জয় দিয়েই ৪-০ ব্যবধানে সিরিজ জিতল অজিরা। রোববার হোবার্টে পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১২৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ব্যস, জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল অস্ট্রেলিয়া।
এদিন সকালে ৩ উইকেটে ৩৭ রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। এরপর ১৫৫ রানে অলআউট তারা। মার্ক উড ক্যারিয়ার সেরা বোলিং করেন। ৩৭ রানে নেন ৬ উইকেট। এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করে ৩০৩ রান। জিততে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭১।
এরপর মাত্র ১৮৮ রানে অলআউট ইংলিশরা। হাসিমুখ অজিদের। ইংল্যান্ডের উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন জ্যাক ক্রলি ও ররি বার্নস। ৬৬ বলে ৩৬ রান করেন ক্রলিও। তারপর একের পর এক উইকেট হারায় তারা। প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও ক্যামরুন গ্রিন সবাই তিনটি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ দুটোই ট্রাভিস হেড।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০৩/১০
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৮/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৫৬.৩ ওভারে ১৫৫/১০ (স্মিথ ২৭, বোল্যান্ড ৮, হেড ৮, গ্রিন ২৩, কেয়ারি ৪৯, স্টার্ক ১, কামিন্স ১৩, লায়ন ৪*; ব্রড ১৮-২-৫১-৩, ওকস ১১-৩-৪০-১, রবিনসন ১১-৪-২৩-০, উড ১৬.৩-২-৩৭-৬)
ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৮.৫ ওভারে ১২৪/১০ (বার্নস ২৬, ক্রলি ৩৬, মালান ১০, রুট ১১, স্টোকস ৫, পোপ ৫, বিলিংস ১, ওকস ৫, উড ১১, রবিনসন ০, ব্রড ১*; স্টার্ক ৮-০-৩০-১, কামিন্স ১২.৫-৩-৪২-৩, বোল্যান্ড ১২-৫-১৮-২, গ্রিন ৬-১-২১-৩)
ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: ট্রাভিস হেড
সিরিজসেরা: ট্রাভিস হেড
Discussion about this post