মাত্র মাস তিনেক। ঠিক তাই, এতোটাই কম সময়ে তছনছ হয়ে গেলো বিরাট রাজত্ব! প্রথমে নিজেই ছেড়ে দিলেন টি-টুয়েন্টির নেতৃত্ব। এরপর তাকে সরিয়ে দেওয়া হলো ওয়ানডে ক্রিকেট থেকে। এবার তিনি নিজেই টেস্টের নেতৃত্ব থেকে সরে গেলেন। বিরাট কোহলি এখন ভারতীয় ক্রিকেটে শুধুই সাধারণ একজন ক্রিকেটার। শেষ হয়েছে তার নেতৃত্বের অধ্যায়। অধিনায়কত্বকে বিদায় বলে দিলেন তিনি।
ঠিক এমন সময়ে ভারতের সফলতম টেস্ট অধিনায়কের বন্দনায় মাতল গোটা বিশ্ব। সৌরভ গাঙ্গুলি যিনি এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। যার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে উত্তাল চারপাশ। টুইটারে ভারতীয় বোর্ডের প্রধান জানিয়ে দিয়েছেন, নেতৃত্ব ছাড়ার পেছনে বোর্ডের ভূমিকা নেই।
সৌরভ বললেন, ‘বিরাটের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট প্রতিটি ফরম্যাটে বড় ধাপে এগিয়ে গেছে। এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত ও বিসিসিআই সেটিকে সম্মান করে প্রবলভাবে। ভবিষ্যতে এই দলের নতুন উচ্চতায় ওঠার পথে সে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে থাকবে। দুর্দান্ত একজন ক্রিকেটার, ওয়েল ডান।’
আরেক কিংবদন্তি শচিন টেন্ডুলকার বললেন, ‘অধিনায়ক হিসেবে সফল অধ্যায়ের জন্য অভিনন্দন। তুমি সবসময় দলের জন্য শতভাগ দিয়েছো এবং সবসময়ই দেবে। তোমার ভবিষ্যতের জন্য শুভ কামনা।’
অধিনায়ক হিসেবে রেকর্ড বেশ ভাল কোহলির। ৪০ জয় নিয়ে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক তিনি। ভারতের বাইরে তার ১৬ টেস্ট জয়ও ভারতের রেকর্ড। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ী প্রথম এশিয়ান অধিনায়ক বিরাট। তার বিদায়টা নিয়ে তো আলোচনা চলবেই। বিরাট বিদায়! তবে এটা স্বস্তির খেলাটা ঠিকই চালিয়ে যাবেন তিনি।
Discussion about this post