ভাল-মন্দ দুটোই পেয়েছে এবার। সেই আলোচিত নিউজিল্যান্ড সফর শেষে শনিবার দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে দুবাই হয়ে বিকেল ৫টায় ঢাকায় পৌঁছান মুমিনুল হকরা। মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই আসেন ঢাকায়। এবার এলেন বাকিরা।
অবশ্য বাংলাদেশ দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা নিউজিল্যান্ড থেকেই নিজ নিজ দেশে চলে গেছেন ছুটি কাটাতে। বাকিরা এবার ফিরলেন। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে নেমে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে কিউইদের বিপক্ষে তাদের মাঠে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। গড়েছে ইতিহাস।
নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনতে চেয়েছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচদিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি।
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শেষে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ফিরে গেছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স।
এবারের সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের প্রথম টেস্টে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। যা ছিল নিউজিল্যান্ড সফরে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের প্রথম জয়। যদিও দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে বাংলাদেশকে ইনিংস ও ১১৭ রানে হারে। তবে সিরিজ ড্র করেই ফিরল মুমিনুলের দল।
Discussion about this post