করোনা সংক্রমণ যখন বেড়েই চলছে, ঠিক তখনই দেশের ক্রিকেট বিশ্ব ওভারের ক্রিকেট ধামাকা। সব কিছু ঠিক থাকলে আসছে শুক্রবার থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অষ্টম আসরটিকে ঘিরে প্রস্তুতিও প্রায় শেষ দিকে। ২৯ দিনের এই ব্যাট-বলের লড়াইয়ের আগে দুঃসংবাদ- গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না ক্রীড়াপ্রেমী দর্শকরা। আয়োজক সূত্রে জানা গেছে, থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।
অতিমারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। এ কারণেই জনসমাগম নিয়ে সরকারি বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এটা চিন্তা করেই আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শক ছাড়াই হবে বিপিএল।
জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে এবারের বিপিএলের তিনটি ভেন্যু। বিসিবির নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘করোনা পরিস্থিতি খারাপের দিকে, সেহেতু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী জনসমাগম করা যাবে না। তাই আমাদেরকে দর্শক ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বায়োসিকিউর বাবলে। তবে দেশের করোনা পরিস্থিতি যদি ভালো হয় তাহলে আবার দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবে।’
এদিকে এবারের বিপিএলে ভারতের একটি প্রতিষ্ঠানের ডিএসআর সরবরাহ করার কথা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এ জন্য বাংলাদেশে ডিআরএস অপারেটর নিয়োগ দিতে পারছে না হকআই। সব মিলিয়ে কঠিন সময়ে ফের শুরু হতে যাচ্ছে বিপিএল।
Discussion about this post