টেস্ট ক্রিকেটে বতর্মান সময়ে শুধু তিনি বাংলাদেশেরই নন, বিশ্বের আলোচিত একজন। ব্যাট হাতে লাল বলের ক্রিকেটে দেখাচ্ছেন দারুণ দৃঢ়তা। নিউজিল্যান্ড সফরে তুলে নিয়েছেন শতরান। তার পুরস্কারটাও পেয়ে গেলেন দ্রুত। সফরের দুই টেস্টে ভাল করায় হাসিমুখ লিটন কুমার দাসের। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে এখন বাংলাদেশ দলের এই উইকেট কিপার ব্যাটসম্যান।
বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেই তালিকায় দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করলেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত।
কিউই সফরে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস এক জয় পেয়েছিল বাংলাদেশ। এক ইনিংসে ব্যাট করে তুলেন ৮৬। আর সেই ম্যাচে বাংলাদেশ পায় ৮ উইকেটে জয়। এবারই কিউইদের বিপক্ষে তাদেরই মাঠে টেস্টে জয় পেলো টাইগাররা। দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে অসাধারণ এক সেঞ্চুরি করেন লিটন। করেন ১০২। তার পথ ধরে ব্যাটসম্যানদের তালিকায় ১৭ ধাপ ওপরে উঠলেন। টেস্ট র্যাঙ্কিংয়ে বাঙলাদেশের মধ্যে শীর্ষে লিটন।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে মুমিনুল হকও এগিয়েছেন। প্রথম ইনিংসে ৮৮ রান করা বাংলাদেশ অধিনায়কঅবশ্য দ্বিতীয় টেস্টে অবশ্য জ্বলে উঠতে পারেননি। তারপরও র্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে তিনি ৩৭তম স্থানে। শান্ত সিরিজে এক ফিফটি করে ২১ ধাপ এগিয়ে এখন ৮৭ নম্বরে।
নিউজিল্যান্ডের মাঠে বল হাতে চমক দেখান ইবাদত হোসেন। এই পেসার মাউন্ট মঙ্গানুইয়ে ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন। দেশের বাইরে যা বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৭ ধাপ ইবাদত। ৮৮তম স্থানে আছেন তিনি।
এদিকে দুই ম্যাচের নিউজিল্যান্ড সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। তার পথ ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে যথাক্রমে ছয় ও সাত নম্বরে এখন নিউজিল্যান্ড ও বাংলাদেশ।
Discussion about this post