প্রত্যাশার বেলুন হঠাৎ করেই যেন চুপসে গেলো! আগের টেস্টেই দল পেয়েছে দারুণ এক জয়। ইতিহাস গড়া সেই সাফল্যের পর এবার মাটিতে নেমে এসেছে বাংলাদেশ দল। বাংলাদেশের নখদন্তহীন বোলিংয়ের সামনে এবার রান উৎসব নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে কিউইদের অর্জন ১ উইকেটে ৩৪৯ রান।
ঘরের মাঠ হ্যাগলি ওভালে ল্যাথাম দিন শেষে অপরাজিত ১৮৬ রানে। নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়কের ব্যাট থেকে আসে ২৮টি বাউন্ডারি। সংগতভাবেই চাপের মুখে এখন বাংলাদেশ দল।
টম ল্যাথাম রয়েছেন ডাবল সেঞ্চুরির পথে। রোববার তিনি তুলে নিয়েছেন দ্বাদশ টেস্ট সেঞ্চুরি। দুঃসময়ে দাঁড়িয়েছিলেন তিনি। কিউই অধিনায়ক আগের ৫ টেস্টে ফিফটির দেখাও পাননি। ল্যাথামের সঙ্গে উইকেটে আছেন ডেভন কনওয়ে। দিন শেষ করেন ৯৯ রানে। আন্তর্জাতিক ক্যারিয়ার স্বপ্নের মতো শুরু করা ব্যাটসম্যান পঞ্চম টেস্টে তৃতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে।
এদিন দুটি জুটির রেকর্ডে নাম লেখালেন ল্যাথাম। উইল ইয়াংয়ের সঙ্গে একটি, অন্যটি কনওয়ের সঙ্গে। প্রথমটি এই ভেন্যুর প্রথম উইকেট জুটির রেকর্ড। অন্যটি দ্বিতীয় উইকেটে রেকর্ড জুটি।
এই মাঠে প্রথম ইনিংসে সেরা উদ্বোধনী জুটি ছিল আগে মাত্র ৩৭ রান। সেখানে ১৪৮ রানের জুটি গড়েন ল্যাথাম ও ইয়াং। আর ল্যাথাম ও কনওয়ের অবিচ্ছন্ন জুটি তুলেছেন ২০১ রান।
এদিন ল্যাথাম সেঞ্চুরি করেন ১৩৩ বলে। অন্যদিকে ১৪৮ বলে ৯৯ রানে অপরাজিত। সব মিলিয়ে হতাশায় দিন কাটল টাইগার বোলারদের। অথচ আগের টেস্টেই দাপট ছিল এবাদত আর মেহেদী হাসান মিরাজদের।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৪৯/১ (ল্যাথাম ১৮৬*, ইয়াং ৫৪, কনওয়ে ৯*; তাসকিন ২২-৫-৬৮-০, শরিফুল ১৮-৬-৫০-১, ইবাদত ২১-১-১১৪-০, মিরাজ ২৫-১-৯৫-০, শান্ত ৪-০-১৫-০)
Discussion about this post