ফের ফিরে এসেছে করোনার ঢেউ! ওমিক্রন আতঙ্কে গোটা বিশ্ব। শীতের এই সময়টাতে সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। এবার করোনার থাবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বুধবার বিকালে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। জানান নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুলদের টেস্ট জয়ের পর নিজের অনুভূতি। সন্ধ্যায় জানা গেল- করোনা আক্রান্ত নান্নু। মঙ্গলবার কোভিড পজিটিভ হয়েছিলেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। তিনি এখন আছেন আইসোলেশনে।
অবশ্য মিনহাজুল আবেদীন নান্নু সুস্থ আছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ‘আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কোনো উপসর্গ নেই। আমার জন্য দোয়া করবেন।’
এদিকে গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ কিংবা নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় আগের নান্নুর প্যানেলই কাজ করে যাচ্ছে। ২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ২০১১ সাল থেকে ছিলেন নির্বাচক প্যানেলে।
Discussion about this post