জয়ের সুবাস কী পেতে শুরু করল বাংলাদেশ? না, তেমনটা হয়তো নয়। তবে নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকেই কোণঠাসা করে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্টের চতুর্থ দিনেও রাজত্ব থাকল বাংলাদেশের। তার পথ ধরে মাউন্ট মঙ্গানুই টেস্টে কোথায় যেন জয়ের সম্ভাবনাটাও জেগে উঠেছে মুমিনুল হকদের।
সেই পথটা করে দিয়েছেন চতুর্থ দিন তৃতীয় সেশনে ইবাদত হোসেন। মঙ্গলবার তার দারুণ স্পেলে চালকের আসনে এখন বাংলাদেশ। পরপর দুই ওভারে একাই এই পেসার নিয়েছেন তিন উইকেট। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে তুলল ১৪৭ রান। বাংলাদেশকে লিড দিয়েছে ১৭ রান।
রস টেলর ৩৭ ও রাচিন রবীন্দ্র ৬ রানে অপরাজিত। ইবাদত নিয়েছেন ৪ উইকেট। বুধবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে মনে হচ্ছে রোমাঞ্চ অপেক্ষা করছে। যেখানে নাটকীয় অনেক কিছুই ঘটে যেতে পারে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। তারা অলআউট হয়ে ১ম ইনিংসে তুলে ৩২৮ রান। এরপর বাংলাদেশ ১ম ইনিংস করে ৪৫৮। জবাবে নিউজিল্যান্ড ২য় ইনিংসে এখন অব্দি ৫ উইকেট হারিয়ে করেছে ১৪৭। তাদের লিড মাত্র ১৭ রান।
এর আগে ৬ উইকেটের খরচায় ৪০১ রান নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। কিন্তু আরও ৫৭ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ দল। টিম সাউদির বলে কিপার টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী হাসান মিরাজ। ৪৭ রানে ফেরেন তিনি। ৮৮ বলে মিরাজের ৪৭ রানের ইনিংসে ছিল আটটি চার। এদিন দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন তিনি। টেস্টে ১০০ উইকেট ও ১ হাজার রান করে মোহাম্মদ রফিক ও সাকিব আল হাসানের পাশে এখন এই অলরাউন্ডার।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সামনে লিড দাঁড়ায় ১৩০ রান। তারপর শুরুতেই তাসকিন আহমেদ ও এবাদত হোসেনের বোলিং দাপটেে কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। টম লাথাম ও ডেভন কনওয়ে ফেরেন দ্রুত। শেষে অবশ্য রস টেলর ও উইল ইয়ং পরিস্থিতি বুঝে ব্যাট করে দলকে এনে দেন লিড।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হারানো পাঁচ উইকেটের মধ্যে চারটিই পেয়েছেন পেসার এবাদত। একটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১০৮.১ ওভারে ৩২৮/১০ (নিকোলস ৭৫, রবীন্দ্র ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়্যাগনার ০, বোল্ট ৯*; তাসকিন ২৬-৭-৭৭-০, শরিফুল ২৬-৭-৬৯-৩, ইবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৪.১-০-৬-২)।
বাংলাদেশ প্রথম ইনিংস: (আগের দিন ৪০১/৬) ১৭৬.২ ওভারে ৪৫৮ (ইয়াসির ২৬, মিরাজ ৪৭, তাসকিন ৫, শরিফুল ৭, ইবাদত ০*; সাউদি ৩৮-৪-১১৪-২, বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, জেমিসন ৩৫-১১-৭৮-১, ওয়্যাগনার ৪০-৯-১০১-৩, রবীন্দ্র ২৮-৪-৬৭-০)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৬৩ ওভারে ১৪৭/৫ (ল্যাথাম ১৪, ইয়াং ৬৯, কনওয়ে ১৩, টেইলর ৩৭*, নিকলস ০, ব্লান্ডেল ০, রবীন্দ্র ৬*; তাসকিন ৯-১-২২-১, শরিফুল ১১-১-৩০-০, মিরাজ ২২-৫-৪৩-০, ইবাদত ১৭-৪-৩৯-৪, মুমিনুল ৪-০-৭-০)।
# টেস্টের চতুর্থ দিন শেষে
Discussion about this post