ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দারুণ এক জয়ে মিশন শুরু। প্রান্তিক নওরোজ নাবিল করলেন সেঞ্চুরি। সঙ্গে মোহাম্মদ ফাহিমের ফিফটি। সব মিলিয়ে নেপালকে উড়িয়ে যুব এশিয়া কাপ শুরু করল জুনিয়র টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের শারজায় শুক্রবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১৫৪ রানে জিতল বাংলাদেশ।
প্রতিপক্ষকে ২৯৮ রানের লক্ষ্য দিয়েছিল যুবারা। এরপর ১৪৩ রানে নেপালকে অলআউট করে তারা। তুলে নেয় সহজ জয়।
ম্যাচে নাবিল ১১ চার ও এক ছক্কায় ১১২ বলে ১২৭ রান করে ছিলেন অপরাজিত। আর ৫৪ বলে ৫৮ রান করে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন ফাহিম। এশিয়া কাপের ‘বি’ গ্রুপের এই ম্যাচে টসের সঙ্গে দল জিতল ম্যাচও।
এবার দ্বিতীয় জয়ের অপেক্ষা। শনিবার দ্বিতীয় ম্যাচে কুয়েতের সঙ্গে লড়বে বাংলাদেশ যুবদল।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৯৭/৪ (মাহফিজুল ১৭, ইফতেখার ২১, নাবিল ১২৭*, আইচ ২২, ফাহিম আহত অবসর ৫৮*, মেহরব ২১, আরিফুল ২*; গুলসান ১০-০-৬০-১, দুর্গেশ ৯-০-৫৯-০, বান্দারি ৬-০-৩১-১, বসির ৮-০-৩৬-০, খানাল ৭-১-৩০-০, আদিল ৭-০-৪৩-১, বিবেক যাদব ৩-০-৩১-০)
নেপাল অনূর্ধ্ব-১৯ দল: ৪২.৩ ওভারে ১৪৩/১০ (অর্জুন কুমাল ৫, খানাল ১২, সন্তোষ ৩, বিবেক মাগার ৩৩, অর্জুন সৌদ ১৫, বসির ৮, বিবেক যাদব ২৬, গুলসান ৩৫, আদিল ১, দুর্গেশ ০, বান্দারি ০*; আশিকুর ৭-০-২১-০, তানজিম ৭-০-২২-২, রকিবুল ৯-২-২৫-২, মেহরব ৯-১-২০-২, আরিফুল ৪-১-১০-০, নাইমুর ৬.৩-১-৪৫-২)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৫৪ রানে জয়ী
ম্যাচসেরা: প্রান্তিক নওরোজ নাবিল
Discussion about this post