প্রথমবারের মতো বিশ্বকাপের অভিজ্ঞতার অপেক্ষায় টাইগ্রেসরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ মিশন। নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৫ মার্চ। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
বুধবার প্রকাশিত হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সূচি। আইসিসি জানাল, আগামী ৪ মার্চ স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে শুরু হবে বিশ্বকাপ। ৮ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল পরস্পরের বিপক্ষে একবার করবে খেলবে। শীর্ষ চার দল উঠবে সেমি-ফাইনালে।
কোভিডের এই সময়ে নিউজিল্যান্ডের ৬টি শহরে-ডানেডিন, তাওরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে। ৩০ মার্চ ওয়েলিংটনে হবে প্রথম সেমি-ফাইনাল, পরদিন দ্বিতীয় সেমি-ফাইনাল ক্রাইস্টচার্চে। ফাইনালও ক্রাইস্টচার্চেই, ৩ এপ্রিল।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচও খেলবে ডানেডিনে। আগামী ৭ মার্চ প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ১৪ মার্চ হ্যামিল্টনে লড়াই পাকিস্তানের সঙ্গে। ১৮ মার্চ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২২ মার্চ হ্যামিল্টনে ভারতের বিপক্ষে, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২৭ মার্চ সেই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। ৩১ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১টি।
নারী বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ
৫ মার্চ – বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, ডানেডিন
৭ মার্চ – বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, ডানেডিন
১৪ মার্চ – বাংলাদেশ বনাম পাকিস্তান, হ্যামিল্টন
১৮ মার্চ- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, তাউরাঙ্গা
২২ মার্চ – বাংলাদেশ বনাম ভারত, হ্যামিল্টন
২৫ মার্চ – বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, ওয়েলিংটন
২৭ মার্চ – বাংলাদেশ বনাম ইংল্যান্ড, ওয়েলিংটন
Discussion about this post