এরচেয়ে বাজে ফল আর কী হতে পারতো? -হয়তো নয়। বিশ্বকাপে টানা ৫ ম্যাচ হার। এরপর দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে দল হারের বৃত্তে। টি-টুয়েন্টি সিরিজে সঙ্গী হয়েছে হতাশা। টেস্টেও সেই একই গল্প। সেই দুঃস্বপ্ন সঙ্গী করে বুধবার রাতেই নিউজিল্যান্ডের পথে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত ১টায় এমিরেটসের বিমানে উড়াল দেবেন মুমিনুল হকরা।
এ বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে দ্বিতীয়বারের মতো তাসমান সাগর পাড়ের দেশে যাচ্ছে টাইগাররা। আগের সফরে অবশ্য তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টিও ছিল। এবার শুধু দুটি টেস্ট।
২০২২ সালের প্রথম দিন শুরু সিরিজের প্রথম টেস্ট। মাউন্ট মঙ্গানুইতে এই লড়াই। এরপর ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু দ্বিতীয় টেস্ট।
মাঠের লড়াই কিছুটা পড়ে হলেও নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টাইন নিয়মের কারণে আগে যেতে হচ্ছে মুমিনুল হকদের। আগেরবার ছিল ১৪ দিনের রুম কোয়ারেন্টাইন। এবার তিনদিনের আইসোলেশনসহ সাতদিনের কোয়ারেন্টাইন। সাত দিনে তিনটি কোভিড টেস্ট। নেগেটিভ হলে মিলবে মুক্তি। এরপর প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে।
এই সফরে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। চোটের জন্য নেই তামিম। সাকিব জরুরি পারিবারিক প্রয়োজনে ছুটি নিয়েছেন। এদিকে সাকিবের জায়গায় দলে স্থান পেয়েছেন ফজলে রাব্বি।
বাংলাদেশ দল
মুমিনুল হক, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, ফজলে রাব্বী ও নাঈম শেখ।
Discussion about this post