যতোই দিন যাচ্ছে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। রোববার তার অলরাউন্ড নৈপুন্যে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানে জিতল পাকিস্তান। ব্যাট হাতে শুরুতে করলেন ক্যারিয়ার সেরা ১৪০ রান। এরপর তুলে নিলেন ২ উইকেট। এই জয় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান দল এগিয়ে গেছে ২-১ এ।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে তুলে ৩২৬ রান। আহমেদ শেহজাদ করেন ৮১ রান। ১৩৬ বলে হাফিজ করেন ১৪০।
জবাব দিতে নেমে ৪৪.৪ ওভারে ২১৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৫৯ রান করেন তিলকরত্নে দিলশান।
ওয়ানডে সিরিজের শেষ দুটো ম্যাচ হবে বুধ ও শুক্রবার।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ৩২৬/৫ (শেহজাদ ৮১, হাফিজ ১৪০*, মিসবাহ ৪০; থিসারা ২/৫৮, )
শ্রীলঙ্কা: ৪৪.৪ ওভারে ২১৩/১০ (দিলশান ৫৯, চান্দিমাল ৩৬, ম্যাথিউস ৪৪; গুল ৩/১৯, হাফিজ ২/৩৫, আজমল ২/৩৭)
ফল: পাকিস্তান ১১৩ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ হাফিজ
Discussion about this post