সিনিয়ররা ব্যর্থতার চোরাগলিতে থাকলেও আশার আলো ছড়াচ্ছেন জুনিয়র ক্রিকেটাররা। ব্যাট হাতে ফের চমক দেখালেন প্রান্তিক নওরোজ নাবিল। সঙ্গে মাহফিজুল ইসলামের ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তারপর ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলকে হারিয়ে হাসিমুখ। শেষ ৭ বলে ভারতের দরকার ছিল ৯ রান, হাতে দুই উইকেট। তারপর দারুণ বোলিংয়ে জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে তিন দলীয় যুব ওয়ানডে সিরিজের রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে জিতল বাংলাদেশ যুবারা। ২৩১ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে আটকে দেয় ২২৪ রানে। এনিয়ে সিরিজে এই নিয়ে টানা তিন ম্যাচ জিতে ফাইনালটাও নিশ্চিত হলো সফরকারীদের।
নাবিল করেন ৬২। মাহফিজুল ৫৬ রান। এরপর দারুণ অংকৃশ রঘুভানশি ৮৮ রান করে ভারতকে প্রায় জয় এনে দিয়েছিলেন। কিন্তু শেষে জুনিয়র টাইগারদের বাজিমাত। তানজিম হাসান ২৯ রান দিয়ে মোট ৩ উইকেট নিয়ে ম্যাচেরসেরা।
শনিবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের লড়বে জুনিয়র টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ২৩০ (মাহফিজুল ৫৬, ইফতেখার ১৫, নাবিল ৬২, আইচ ৪, ফাহিম ২১, আরিফুল ১০, মেহরব ৪, নাইমুর ২০, রকিবুল ১০, তানজিম ৩, রিপন ৫*; গার্ভ ৭.২-০-৩৫-২, রাজানগাড় ১০-০-৪২-০, রিশিথ ১০-০-৫৩-৫, মানাভ ১০-০-৫৭-০, নিশান্ত ১০-০-৩৮-২)
ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল: ৪৯.৪ ওভারে ২২৪ (অংকৃশ ৮৮, হারনুর ৮, নিশান্ত ২৩, ইয়াশ ১৪, দিনেশ ৬, আরিয়ান ৩৯, সিদ্ধার্থ ৬, রাজানগাড় ১৯*, গার্ভ ১২, মানাভ ৪, রিশিথ ০; তানজিম ৯.৪-০-২৯-৩, রিপন ৮-০-৫৩-২, রকিবুল ১০-০-৩৯-১, মেহরব ১০-১-৩৬-৩, নাইমুর ৯-০-৫০-১, আরিফুল ৩-০-১৪-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ রানে জয়ী
ম্যাচসেরা: তানজিম হাসান।
Discussion about this post