দু’জনের লড়াইটা অনেক দিনের। একবার একজন এগিয়ে গেলেন তো, পরেরবার আরেকজন। এবার টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক বনে গেলেন মুশফিকুর রহিম। পেছনে ফেললেন ওপেনার তামিম ইকবালকে। পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে ইনজুরির কারণে না খেলা তামিমকে ছাড়িয়ে এই ফরম্যাটের সর্বোচ্চ মালিক হলেন মুশফিক।
সাদা পোশাকে ৬৪ ম্যাচ খেলা তামিম ১২৩ ইনিংসে করেন ৪৭৮৮ রান। বন্ধু তামিমকে ছাড়াতে মুশফিক ৭৬ ম্যাচে খেললেন ১৪০ ইনিংস। এরমধ্যে তামিমের থেকে ৯২ রান কম নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মুশফিক। এরমধ্যে ১ম ইনিংসে আউট হন ৯১ রানে।
রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই গড়েন রেকর্ড। ব্যক্তিগত ২ রান করতেই মুশফিক হয়ে গেলেন বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক। এর আগে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৮২ রানের ইনিংস সাজানোর পথে ৬৮ রান করে দেশের মাটিতে সর্বোচ্চ রান করার কীর্তি গড়েন তিনি। পেছনে ফেলেন তামিমকে।
রোববার টেস্টের তৃতীয় দিন শেষে মুশফিক অপরাজিত ১২ রানে। ৭৬ টেস্টে তার রান এখন ৪৭৯৯। বন্ধু তামিমের চেয়ে অনেকটা পথ এগিয়ে গেলেন মুশি। দুঃসময় কাটিয়ে পথে ফেরার এইতো সময়। টি-টুয়েন্টিতে হতাশ করা পারফরম্যান্সের পর পথ খুঁজে পেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
চোটের জন্য এখন মাঠের বাইরে থাকা তামিমের সংগ্রহ ৪৭৮৮ রান। ৬৪ টেস্টে ১২৩ ইনিংসে এই রান করেন তিনি। ৭৬ টেস্ট খেলতে নামা মুশফিকের লেগেছে ১৪০ ইনিংস। বাংলাদেশের হয়ে টেস্টে চার হাজার রান নেই আর কারোরই। ৩৯৩৩ রান নিয়ে তিনে সাকিব আল হাসান। মুমিনুল হক ৩৩৫৫ রান।
Discussion about this post