অবশেষে প্রত্যাশার প্রহর শেষ হলো। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল ঘোষণা করেছে আইসিসি। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে জিম্বাবুয়েতে চলমান মেয়েদের বিশ্বকাপ বাছাই স্থগিত হয়ে গেছে। গ্রুপের শীর্ষে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে চলে গেছে বাংলাদেশের মেয়েরা।
র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ২০২২ ওয়ানডে বিশ্বকাপে খেলবে। শনিবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই খবর দিয়েছে।
দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করল আইসিসি। এ অবস্থায় শ্রীলঙ্কার কয়েকজন স্টাফ শনিবার করোনা পজিটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ম্যাচটি হয়নি।
পরিস্থিতি বুঝে করোনার কারণে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করতে বাধ্য হলো আইসিসি। আইসিসির সবশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী তিনটি দল সুযোগ পাচ্ছে ২০২২ বিশ্বকাপে। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ পঞ্চম স্থানে। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে ষষ্ঠ স্থানে। ২০২২ বিশ্বকাপের আয়োজক। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল আছে সপ্তম স্থানে। ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান নারী দল আছে এরপরই। তারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে ২০২২ বিশ্বকাপে খেলবে সরাসরি।
২০২২ সালের ৪ মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। এরপর ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে হবে ফাইনাল। সেখানেই বিশ্বকাপ অভিষেক হবে বাংলাদেশের মেয়েদের।
Discussion about this post