ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শিরোনাম দেখে নিশ্চিত করেই চমকে গেলেন? সেটাই তো স্বাভাবিক। তবে ভুলে ফাঁদে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তবে অবাক হওয়ার সুযোগ কোথায়? একদিন আগেই তো দেখা গিয়েছিল আরেক ভুল। খেলা শুরু সকাল ১০টায়, টিকিটে লেখা রাত ১০টা। এমন ভুলই করেছিল চট্টগ্রাম টেস্টের টিকিটে।
শুক্রবার আরেক ভুল দেখা গেলো। চট্টগ্রামের এবার খেলোয়াড় তালিকায় বাংলাদেশের দেশের নামটাই পাল্টে গেলো! গণমাধ্যমে পাঠানো খেলোয়াড় তালিকায় দেখা যায়, বাংলাদেশের নাম লেখা আছে-BAMGLADESH, ঠিক তাই- বামগ্লাদেশ!
অবিশ্বাস্য হলেও সত্য, এমন ভুলই হয়েছে। ইংরেজিতে BANGLADESH এর জায়গায় লেখা আছে BAMGLADESH! যেখানে আবার জাতীয় দলের অধিনায়ক মুমিনুল হক ও ম্যানেজার নাফিস ইকবাল স্বাক্ষর করেছেন। অধিনায়ক খেলোয়াড়দের নাম ঠিকঠাক আছে কীনা সেটি দেখে সই করে দেন। আর ম্যানেজারের দায়িত্ব বাকি সব কিছুই দেখার।
কিন্তু বিস্ময়কর হলেও এটা হয়েছে। একইসঙ্গে জহুর আহমেদের পাঁচদিনের টিকিটেই ম্যাচ শুরুর সময়ে ভুল রয়েছে। ম্যাচের সময়ের জায়গায় ১০ এএম এর পরিবর্তে লেখা ১০ পিএম। এর আগে শেষ টি-টুয়েন্টি ম্যাচের দিন বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব আল হাসানের ২০১৯ বিশ্বকাপের একটি ছবির মাথা কেটে সেখানে বসিয়ে দেওয়া হয়েছিল অভিষিক্ত শহীদুল ইসলামের মুখ!
Discussion about this post