ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি সিরিজটা জিতে নিয়েছে তারা। তবে সামনেই বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজ। সেই মিশনে অংশ নিতে রোববার
ঢাকায় পা রাখলেন পাকিস্তান টেস্ট দলের ১৪ ক্রিকেটার। বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা। সেখান থেকে তারা সরাসরি রাজধানীর একটি হোটেলে উঠেছেন সেই ১৪ ক্রিকেটার।
পাকিস্তানের বিপক্ষে সিরিজটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এ অবস্থায় টি-টুয়েন্টি সিরিজের বাইরে থাকা ১৪ সদস্যের পাকিস্তান দল এসেছে। ঢাকায় পা রাখা ক্রিকেটাররা হলেন- আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, বিলাল আসিফ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদ।
সিরিজের প্রথম টেস্ট ২৬ থেকে ৩০ নভেম্বর। ভেন্যু: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্র
পাকিস্তান টেস্ট দল-
বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।
Discussion about this post