ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হাতের পুরোনো চোট অনেকটাই সেরে উঠায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার পরিকল্পনা করছিলেন তামিম ইকবাল।তাই আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডেও তার খেলার কথা ছিল। কিন্তু রোববার পেলেন আরেক দুঃসংবাদ।
আঙ্গুল ফোলা ও ব্যথা থাকায় এক্স-রে করিয়েছিলেন তামিম। পুরোনো চিড় ঠিকঠাক হলেও নতুন এক্স-রে তে ধরা পড়ে নতুন চিড়। ফলে নতুন করে আবার পুনবার্সন প্রক্রিয়া শুরু করতে হচ্ছে তাকে। আরও চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানকে।
জানা গেছে, দেশের বাইরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর ইচ্ছে তামিমের। এজন্য লন্ডনে যোগাযোগ শুরু করেছেন। চিকিৎসকের অ্যাপয়নমেন্ট পেলে দ্রুতই উড়াল দিতে চান।
এরআগে গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেই শেষ খেলেছেন তামিম। চোটের কারণে ছিলেন না টি-টোয়েন্টি সিরিজে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। টানা খেলার বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন ওয়ানডে অধিনায়ক।
চোট থেকে সেরে ওঠার পর তিনি এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে নেপালে যান। ওই সফর সুখকর হয়নি।উল্টো চোট নিয়ে ছিটকে যান মাঠের বাইরে। আঙুলে চিড় ধরায় তিন থেকে চার সপ্তাহ মাঠের ছিলেন তিনি। এবার ফের তিনি দিলেন দুঃসংবাদ।
Discussion about this post