ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। যে কারণে সমালোচনা
ঝড় বইছে। তাই প্রশ্ন উঠেছে আসন্ন ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দলে কোনো পরিবর্তন আসবে কি না?
টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান সে অর্থে নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাই ব্যর্থ ওই একঝাঁক ক্রিকেটারের মধ্য থেকে কেউ বাদ যাবেন কি না? দলের উন্নতি ঘটাতে ব্যর্থ কোচিং স্টাফেও কোনো রবদল ঘটবে কী? তা নিয়েও অনেক প্রশ্ন চারদিকে। রোববার সে প্রশ্নের জবাব দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি আকার-ইঙ্গিতে নয়, সরাসরিই বলে দিয়েছেন, ‘আসলে হুট করেই কোনো বড় ধরনের পরিবর্তনে যাওয়া যায় না। বিসিবি তা যাবেও না। সে পথে হাঁটার কোনো চিন্তা-ভাবনাও নেই। সেভাবে পাইপলাইন তৈরিও নয়।’
তবে দলে পরিবর্তনের সম্ভাবনার কথা তিনি অস্বীকারও করেননি। সে সম্ভাবনাও আছে পরিষ্কার। সুজনের ভাষায়, ‘ম্যাসিভ চেঞ্জ তো আর হঠাৎ করে হয় না। আমাদের তো পাইপলাইন এমন না যে, সব রেডি করা আপনি ইচ্ছে করলেও বড় ধরনের পরিবর্তন করতে পারেন। এটুকু বলার পর হঠাৎ করে বড় ধরনের রদবদলের আভাসও দিয়েছেন বাংলাদেশ টিম পরিচালক। বলেছেন, ‘ম্যাসিভ একটা চেঞ্জ আসতেও পারে। সেটি কোন ফরম্যাটে আসবে বা হবে, সেটি তো বলতে পারব না। হতেও পারে।’
Discussion about this post