ইনিংসের শুরুতেই উইকেট পতনের মিছিল। সংগ্রহে ২৪ রান জমা হতেই ২ উইকেট শেষ। চেতশ্বর পুজারা ফিরে গেলেন ব্যাক্তিগত ২৫ রানে। কিন্তু বিরাট কোহলি এবার সাদা পোশাকেও যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিলেন। বুধবার পঞ্চম টেস্ট সেঞ্চুরি করার পথে খেললেন ১১৯ রানের দারুণ এক ইনিংস। টেস্ট ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ রানের ইনিংস।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং বেছে নেন। প্রথম দিন শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৫৫ রান।
বুধবার কোহলি দেখেশুনে খেলে ৭৬ বলে হাফসেঞ্চুরি করেন। চা বিরতির পর ১৪০ বলে সেঞ্চুরির উল্লাসে মাতেন বিরাট। শেষ সেশনে ১১৯ রানে তাকে সাজঘরের পথ দেখিয়ে দেন জ্যাক ক্যালিস।
শচীন টেন্ডুলকারের চার নম্বরে ব্যাটিংয়ের শূন্যস্থান পূরণের একটা বাড়তি চ্যালেঞ্জও ছিল কোহলির। তাতে সাফল্যের সঙ্গেই উতরে গেলেন তিনি। প্রথম পরীক্ষায় পাশ!
দিন শেষে অজিঙ্কা রাহানে ৪৩ এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ছিলেন ১৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত প্রথম ইনিংস: ২৫৫/৫ (বিজয় ৬, ধাওয়ান ১৩, পুজারা ২৫, কোহলি ১১৯, রোহিত ১৪, রাহানে ৪৩*, ধোনি ১৭*; মরকেল ১/২৭, ক্যালিস ১/৩৭, ফিল্যান্ডার ১/৫৫, স্টেইন ১/৫৬)
http://youtu.be/BCGJw-Wkmnc









Discussion about this post