ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগের দিন ব্যাটিং অনুশীলন করতে গিয়ে চোটে পড়েছিলেন নুরুল হাসান সোহান। যে কারণে ঐ ম্যাচে খেলা হয়নি তার। চোট থেকে সেরে উঠতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হচ্ছে না তার। এজন্য মঙ্গলবার একাদশে দেখা যাবে শামিম পাটোয়ারিকে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সোহানের। তবে নিজের ছন্দ ফিরে পেতে ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগী সোহানকে পড়তে হয়েছে চোটের কবলে।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ব্যাটিং অনুশীলনের সময় তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পেয়ে মাঠে ছেড়েছিলেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষেও খেলা হয়নি তাঁর। বিশ্রামে রাখা হলেও ইনজুরি থেকে এখনও সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলা হচ্ছে না তাঁর।
এদিকে কপাল খুলছে শামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া বাঁহাতি এই ব্যাটারকে দেখা যাবে প্রোটিয়াদের বিপক্ষে। এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘সোহান কালকের খেলার জন্য ফিট না। ব্যাকআপ ব্যাটার হিসেবে শামিম রয়েছে। সৌম্যও আমাদের ব্যাকআপ ব্যাটার হিসেবে রয়েছে। অবশ্যই এই দুই ব্যাটার কালকের একাদশে থাকবে।’
Discussion about this post