ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। ঠিক এমন সময়ে শুক্রবার বল হাতে জ্বলে উঠলেন মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। শেষ পর্যন্ত তাদের অসাধারণ নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ১৪২ রানে আঁটকে দিয়েছে টিম টাইগার্স। তার মানে ক্যারিবীয়দের হারতে টাইগারদের করতে হবে ১৪৩ রান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে আগে বল হাতে নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ১৪২ রানে আঁটকে দেয় টিম টাইগার্স। দলটির হয়ে মেহেদী, মোস্তাফিজ ও শরিফুল নেন ২টি করে উইকেট।
টসে জিতে শুক্রবার বোলিং নিয়ে উইকেটের ধীর গতিকে খুব ভালোই কাজে লাগিয়েছেন বোলাররা। এভিন লুইস আর ক্রিস গেইলের ওপেনিং জুটির বিপক্ষে মেহেদী, তাসকিন আর মোস্তাফিজের প্রথম তিন ওভার থেকে আসে ১২ রান। লুইসের উইকেট তুলে নেন মোস্তাফিজ শুরুতেই। তার বলে তুলে মারতে গিয়ে মুশফিকুর রহিমকে ইনার সার্কেলেই ক্যাচ দেন লুইস। মেহেদী অফ স্পিনে বোল্ড করে ফেরান ফর্মহীন ক্রিস গেইলকে। পাওয়ার প্লে থেকে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পেরেছে মাত্র ২৯ রান। স্কোরবোর্ড ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ যখন ৩২ তখন মেহেদীর বলেই লং অনে সৌম্য সরকারকে ক্যাচ দেন শিমরন হেটমায়ার।
শারজার দর্শকেরা কিছু বুঝে ওঠার আগেই মাঠে নেমে কোনো বল না খেলেই দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন আন্দ্রে রাসে। তাসকিনের বলে তাঁর পায়ে লেগেই নন-স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে গেলে রাসেলকে ফিরতে হয় মাথা নিচু করেই।
রোস্টন চেজ আর নিকোলাস পুরান শেষ পর্যন্ত শেষ দিকে ৩৩ বলে ৫৭ রানের একটা জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটাকে চ্যালেঞ্জিং জায়গায় নিয়ে যান। পুরান ২২ বলে ৪০ রান করে পোলার্ড-গেইলদের ব্যর্থতায় ভালোই প্রলেপ দিয়েছেন। পোলার্ড পরে নেমেছিলেন। বিশ্রাম নিয়ে নেমে শেষ পর্যন্ত ১৮ বলে ১৪ করে অপরাজিত ছিলেন। ইনিংসের শেষ করেছেন তিনি মোস্তাফিজের বলে ছক্কা মেরেই। জেসন হোল্ডারের ছোট্ট ঝোড়ে ইনিংসটার কথাও বলতে হয় ৫ বলে ১৫ রান করেছেন তিনি।
মেহেদী ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। শরীফুল ২ উইকেট নিয়েছেন ২০ রান দিয়ে। ৪ ওভারে ২ উইকেট পেলেও মোস্তাফিজ রান দিয়েছেন ৪০।
Discussion about this post