মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদে একটি ও পরিচালকের ১৬টি পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে অংশগ্রহনকারীদের আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়সীমা ২৫ ডিসেম্বর। ২০১১ সালে মোহামেডান লিমিটেড কোম্পানিতে পরিণত হওয়ার পর এটি ক্লাবের দ্বিতীয় দফা পরিষদ নির্বাচন। নির্বাচনে মোহামেডানের দীর্ঘ সময়ের সভাপতি পদে থাকা সাবেক সভাপতি মোসাদ্দেক আলী নির্বাচন করবেন বলে জানা গেছে। ২৩ বছর ধরে তিনি জড়িয়ে আছেন মতিঝিলের এই ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে।
এখন চিকিৎসা এবং ব্যবসায়িক কাজে মোসাদ্দেক আলী বিদেশে রয়েছেন। তবে একটি সুত্রে জানা গেছে-মোহামেডানের এবারের নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের পরিকল্পনা নিয়েছেন তিনি। এদিকে মোহামেডানের বর্তমান কমিটির একটি সুত্র জানিয়েছে-ক্লাবের বর্তমান সভাপতি ওবায়দুল করিমও দ্বিতীয় দফা সভাপতির পদে নির্বাচনে অংশ নিতে চান।
মোহামেডানের নির্বাচনী উত্তাপ এখনই শুরু হয়ে গেছে। লোকমান হোসেন ভূঁইয়ার নেতৃত্বাধীন গ্রুপকে চ্যালেঞ্জ জানাবেন মোসাদ্দেক আলী এবং বাদল রায়রা।
মাঠ এবং মাঠের বাইরে মোহামেডানের সেই সুনাম আর সাফল্য ফিরিয়ে আনতে এক জোট হয়েছেন ক্রীড়া অন্তপ্রান কিছু নামী সংগঠকরা। কেননা, এখন ক্লাবের সাফল্য নেমে আসে শূন্যের কোঠায়। প্রায় এক যুগ ধরে লিগের শিরোপাবঞ্চিত তারা। এছাড়া ক্লাব পরিচালনায়ও ঘটছে একের পর এক অনিয়ম। তাইতো মোসাদ্দেক আলীর হাত ধরে ক্লাবের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাইছেন ক্লাবের সচেতন ভোটাররা।
Discussion about this post