ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাট-বল হাতে সাকিব আল হাসান গড়েছেন অজস্র রেকর্ড। এবার তার অর্জনে যোগ হলো বেশ কয়েকটি সাফল্য। যেখানে সবাইকে ছাপিয়ে শীর্ষে তিনি। এমন অর্জনে বেছে নিলেন বিশ্বকাপের মতো আসরে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আজ (রোববার) বল হাতে ২ উইকেট তুলে নিয়েছেন সাকিব। এতে ১০৮ উইকেটের মালিক বনে যাওয়ার পাশাপাশি হয়ে গেলেন টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীও।
৮৪ ম্যাচ খেলে ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গার ক্যারিয়ার শেস হয়েছে। আজ প্রথম উইকেট নেওয়ার সময় লঙ্কান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলেন সাকিব। পরে স্কটিশ ব্যাটসম্যান মাইকেল লিস্ককে ফিরিয়ে এককভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বনে যান সাকিব আল হাসান। তিন সংস্করণ মিলিয়ে সাকিবের উইকেট এখন ৬০০টি। ২৩তম বোলার আর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এই অর্জনে নাম লেখালেন সাকিব।
Discussion about this post