উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের শুরুতেই বিদায় নেবে এক ফেভারিট। কেননা, সোমবার ড্র’তে জানা গেল শেষ ১৬’র লড়াইয়ে ম্যানচেস্টার সিটি লড়বে বার্সেলোনার আরেক বিগ ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বায়ার্ন মিউনিখ।
তবে সহজ প্রতিপক্ষ পেল ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল লড়বে জার্মানির শ্যালকে জিরোফোরের সঙ্গে। ম্যানইউ প্রতিপক্ষ অলিম্পিয়াকোস।
কে কার প্রতিপক্ষ
ম্যানচেস্টার সিটি : বার্সেলোনা
অলিম্পিয়াকস : ম্যানচেস্টার ইউনাইটেড
এসি মিলান : অ্যাটলেটিকো মাদ্রিদ
বেয়ার লেভারকুসেন : প্যারিস সেন্ট-জার্মেই
গ্যালাতাসারাই : চেলসি
শালকে জিরো ফোর : রিয়াল মাদ্রিদ
জেনিত সেন্ট পিটার্সবার্গ : বরুসিয়া ডর্টমুন্ড
আর্সেনাল : বায়ার্ন মিউনিখ
নকআউট পর্বের প্রথম লেগ হবে ১৮-১৯ এবং ২৪-২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ হবে ১১-১২ এবং ১৮-১৯ মার্চ।
পর্তুগালের রাজধানী লিসবনে ফাইনাল হবে আগামী ২৪ মে।
Discussion about this post