দেশ ছাড়ার সময়ই চোটে ছিলেন তিনি। তাইতো বিশ্বকাপ অভিযানের আগে খেলতে পারেন নি দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। সুখবর টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পিঠের ইনজুরিতে সামলে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্বস্তির খবর বাংলাদেশের অধিনায়কের এই চোট গুরুতর নয়।
বিশ্বকাপে ১৭ অক্টোবর মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঠিকই মাঠে থাকবেন তিনি। বাংলাদেশ দলের অধিনায়ক জানিয়েছেন, প্রথম ম্যাচেই মাঠে নামবেন। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন রিয়াদ।
অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘দেখুন, ইনজুরিটা ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। পিঠে একটু ব্যথা থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলিনি। কয়েক মাস আগেও চোটে পড়েছিলাম। টিম ম্যানেজমেন্ট এবার কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব আমি।’
এমিতে বিশ্বকাপের আগে তাকে ছাড়া খেলতে নেমে দুটি প্রস্তুতি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তা নিয়ে চিন্তিত নয়, টিম ম্যানেজম্যান্ট। আসল লড়াইয়ে টেক্কা দিতে চান রিয়াদরা। অধিনায়ক বলেন, ‘এখানে কন্ডিশন যেমনই থাকুক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে। স্পিন বান্ধব উইকেট পেলে স্পিনারদের জন্য ভালো হবে, ফাস্ট বোলাররাও ভালো করবে আমাদের।’
Discussion about this post