এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। ট্রাভিস হেড পা রাখলেন অনন্য এক উচ্চতায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডে এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ছাড়িয়ে গেলেন নিজেকেই।
বুধবার অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১২৭ বলে খেলেন ২৩০ রানের অসাধারণ এক হেড। ডাবল সেঞ্চুরি করেন ১১৪ বলে। ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি এখন এটি। ২০১৫ সালে এই টুর্নামেন্টেই সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি দুইশ করেন ১১৭ বলে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে তৃতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট। তিনি ইংল্যান্ড লায়ন্সের হয়ে ২০১৬ সালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ২০০ করেন ১২৩ বলে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি-
১১৪ বল – ট্রাভিস হেড (১২৭ বলে ২৩০) — ২০২১
১১৭ বল – ট্রাভিস হেড (১২০ বলে ২০২) — ২০১৫
১২৩ বল -বেন ডাকেট (১৩১ বলে ২২০*) — ২০১৬
১২৫ বল – সান্জু স্যামসন (১২৯ বলে ২১২*) — ২০১৯
১২৬ বল – জেমি হাউ (১৩৮ বলে ২২২) — ২০১৩
লিস্ট ‘এ’ ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি
রোহিত শর্মা : ২৬৪, ২০৯, ২০৮*
অ্যালেস্টার ব্রাউন : ২৬৮, ২০৩
ট্রাভিস হেড : ২৩০, ২০২
Discussion about this post