কাউন্ট ডাউন প্রায় শেষ। ১৭ তারিখ শুরু হয়ে যাচ্ছে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৪ নভেম্বর ফাইনাল। এবারের বিশ্বসেরার লড়াইয়ে অংশ নিচ্ছে ১৬ দল। এবার সব মিলিয়ে প্রাইজমানি ৫৬ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪৭ কোটি ৮৭ লাখ টাকা।
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। যা কীনা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকারও বেশি। রোববার এক বিজ্ঞপ্তিতে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
ওমান-আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার। সেমি-ফাইনালে হেরে যাওয়া দুটি দলের জন্য আলাদা করে থাকবে ৪ লাখ ডলার।
আইসিসি জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের বিশ্বকাপের মতো এবারো সুপার টুয়েলভ পর্বে প্রতি জয়েই থাকছে বোনাস। প্রত্যেক ম্যাচ জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সুপার টুয়েলভ থেকে ছিটকে যাওয়া প্রত্যেক দল পাবে ৭০ হাজার ডলার করে। রাউন্ড ওয়ানে জয়ী দল প্রত্যেক ম্যাচে বোনাস পাবে ৪০ হাজার ডলার। প্রথম পর্বে ছিটকে যাওয়া চার দলের প্রত্যেকের জন্য থাকছে ৪০ হাজার ডলার।
এবারের বিশ্বকাপে প্রথম পর্বে অংশ নিচ্ছে আট দল বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। আর সুপার টুয়েলভ নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
Discussion about this post