বাংলাদেশ ‘এ’ দলের বড় সংগ্রহকে চ্যালেঞ্জ জানিয়ে বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার তানজীদ হাসান-পারভেজ হোসেন পথ দেখাচ্ছিলেন। কিন্তু রুবেল হোসেন-কামরুল ইসলামদের বোলিংয়ে শেষ অব্দি মুমিনুল হকের দলেরই হাসিমুখ
চট্টগ্রামে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান তুলে ‘এ’ দল। জবাবে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২৯২ রেনে আটকে যায় এইচপি। ৩০ রানে আকবর আলিদের হারায় মুমিনুলের দল।
এদিন ব্যাট হাতে দাপট দেখালেন মুমিনুল। এইচপি দলের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। বিশ্বকাপ প্রস্তুতিতে মুশফিকুর রহিমও পেলেন রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওপেন করতে নেমে ১২১ বলে ১২৮ রান করেন মুমিনুল। তিনে নেমে মুশফিক ৫২ বলে করেন ৬৩ রান।
রানে ছিলেন না। তাই টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজের দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন মুশফিক। প্রথম ম্যাচে তিনি ম্যাচে ৭০ রানে অপরাজিত। এবার ৬৩। আত্মবিশ্বাসটা ফিরে পেলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এরপর এইচপি দলের তানজীদ ৭ চার ও ২ ছয়ে ১০২ বলে ৮৬ রান করেন। পারভেজ ৭ চার ও ৪ ছয়ে ৭৭। তৌহিদ হৃদয় ৫৬ বলে ১টি করে চার-ছয়ে ৪৯।
‘এ’ দলের হয়ে ৩ উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। নাঈম হাসান ও কামরুল নেন ২টি করে উইকেট।
Discussion about this post