শুরুতে পাত্তা দেননি। অথচ গত কিছুদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। ধরে নিয়েছিলেন হয়তো এমনিতেই সেরে যাবে। কিন্তু যেমন ভাবনা, তেমনটা হয়নি। ইনজামাম-উল-হকের হার্ট অ্যাটাক হয়েছে। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে চটজলদি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দ্রুত করা হয় এনজিওপ্লাস্টি।
আপাতত স্বস্তির খবর, লাহোরের হাসপাতালে ভর্তি থাকা ইনজামামের অবস্থা উন্নতির দিকে। বুকে ব্যথা অনুভব করার পর অবশ্য শুরুতে কোনো সমস্যা ধরা পড়েনি পাকিস্তানের এই কিংবদন্তির। কিন্তু অস্বস্তি না কমায় সোমবার ফের পরীক্ষা করান। তখনই জানা যায় পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার হার্ট অ্যাটাক করেছেন।
পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ আছে। এনজিওপ্লাস্টির পর অবস্থা চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৫১ বছর বয়সী ইনজামামকে।
তিনি পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপের অন্যতম নায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ৩৫ সেঞ্চুরি। রয়েছে ২০৫৫১ রান। পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ৩১ টেস্ট ও ৮৭ ওয়ানডেতে। এরপর ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এরপরও ছিলেন ক্রিকেটে। জাতীয় দলের ব্যাটিং পরামর্শক, প্রধান নির্বাচকের ভূমিকাতেও দেখা গেছে ইনজামামকে।
Discussion about this post