প্রথমবারের মতো নেপাল সফর। কিন্তু হিমালয়ের দেশে যেতে কী বিপত্তিতেই না পড়লেন তামিম ইকবাল। শুক্রবার ভোরে দেশ ছাড়েন জাতীয় দলের এই তারকা ক্রিকেট। বাংলাদেশ থেকে নেপালের বিমানপথ দেড় ঘন্টার মতো। কিন্তু এবার ফ্লাইট জটিলতায় প্রায় ৮ গুণ বেশি সময় ব্যয় করে নেপালে পা রাখতে হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কাতার হয়ে নেপালে যেতে বিকেল হয়ে যায় তামিমের।
মাঠে নামার রোমাঞ্চে অবশ্য ভ্রমণের সেই ক্লান্তি ভুলেছিলেন তিনি। কিন্তু নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) অভিষেক ম্যাচটাই পন্ড করে দিল বৃষ্টি। চোট কাটিয়ে এদিন প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলেন তামিমল। অবশ্য শুধু ফিল্ডিংই করতে পারলেন, ব্যাটিংয়ের সুযোগ হলো না।
হাঁটুর চোটের কারণে বাংলাদেশের সবশেষ তিনটি টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারেননি তামিম। হঠাৎ করেই জাতীয় দলের এই তারকা স্বেচ্ছায় টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান। ইপিএলে তামিমের খেলা চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়ারই অংশ বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
রোববার বৃষ্টিতে ভেসে গেল ইপিএলে তামিমের ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে অভিজ্ঞ বাঁহাতি ওপেনারকে রেখেই একাদশ গড়ে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স। নেপালের কীর্তিপুরে তাদের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় পোখরা রাইনোজ। কিন্তু ম্যাচের একাদশ ওভারে বৃষ্টি ঝেপে আসে। অবস্থা এমনই দাঁড়ায় এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
এর আগে ভৈরাওয়ার বোলিং তোপে পোখরা ৬৫ রান তুলতেই হারায় ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পোখরা রাইনোজ: ১০.১ ওভারে ৬৫/৭ (লেভি ০, ধামালা ১, রাওয়াল ৬, বান্দারি ০, লোকেশ ০, গুনারত্নে ২৩, বিবেক ১৬*, উইলিয়ামস ০, বিক্রম ৭*; প্রসাদ ২-০-৪-১, দুর্গেশ ৩-১-১৬-৩, অবিনাশ ২-০-১১-১, আরিফ ২-০-১৩-০, তুল বাহাদুর ১.১-০-১৮-১)।
ফল: পরিত্যক্ত।
Discussion about this post