হঠাৎ করেই উত্তাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছিলেন, সেখানে এখন লড়তে হচ্ছে খালেদ মাহমুদ সুজনকে। নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র কিনলেন নাজমুল আবেদীন ফাহিম। পরিচালনা পরিষদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র কিনলেন ক্রিকেটের পরিচিত এই মুখ।
মনোনয়ন পত্র কেনার শেষ দিনে শনিবার বিসিবি কার্যালয়ে আসেন ফাহিম। বিসিবির সাবেক এ কর্মকর্তা বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে থেকে কাউন্সিলরশিপ পাওয়া নাজমুল আবেদীন নির্বাচন করবেন ক্যাটাগরি-৩ থেকে।
এই ক্যাটাগরিতে ফাহিমের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এর আগেও বোর্ডে ছিলেন ক্রিকেট গুরু হিসেবে পরিচিত ফাহিম। কাজ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটিতে। তারপর সেখান থেকে পদত্যাগ করে ফিরে গেছেন নিজের পুরোনো ঠিকানা বিকেএসপিতে। নতুন খবর ফের বিসিবিতে ফিরতে আগ্রহী নাজমুল আবেদিন ফাহিম।
ক্যাটাগরি-৩ এ ভোটার সংখ্যা ৪৩ জন যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। বিসিবির নির্বাচন আগামী ৬ অক্টোবর। ১৭১ কাউন্সিলর ভোট দিয়ে নির্বাচিত করবেন ২৫ জন পরিচালক।
Discussion about this post