ব্যাটসম্যান-ক্রিকেটের অপরিহার্য অংশ। কিন্তু এখন থেকে আর এই নামে কাউকে ডাকা হবে না বিশ্ব ক্রিকেটে। ক্রিকেটের আইন জানাচ্ছে- এখন থেকে ‘ব্যাটসম্যান’ বদলে ব্যবহার করা হবে ‘ব্যাটার।’ বিশ্ব ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এক বিবৃতিতে আইনে এই পরিবর্তনের খবরটি নিশ্চিত করেছে।
এর আগে ২০১৭ সাল থেকেই এমন একটা পরিবর্তনের বাতাস ছিল বিশ্ব ক্রিকেটে। আইসিসি ও নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এনিয়ে আলোচনা হয় তাদের। এরপর মেয়েদের ক্রিকেটেও ‘ব্যাটসম্যান’ বাদ যায়। ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নেয় এমসিসি। এবার আরও এগিয়ে ছেলে ও মেয়ে দুই ক্রিকেটেই ব্যবহৃত হবে ‘ব্যাটার’ শব্দটি।
তবে ক্রিকেটের আইনে ‘বোলার’ ও ‘ফিল্ডার’ শব্দ ঠিক থাকবে। যোগ হবে ‘ব্যাটার’ শব্দটি। লিঙ্গনিরপেক্ষ এ শব্দের ব্যবহার করাটা যৌক্তিক মনে করছে এমসিসি। অবশ্য এর আগেই ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছিল, ‘ব্যাটসম্যান’-এর পরিবর্তে ‘ব্যাটার’ শব্দ ব্যবহার করবে তারা।
এ অবস্থায় এমসিসি জানাল, ‘বেশ কয়েকটা বোর্ড এবং সংবাদ সংস্থা এরই মাঝে তাদের প্লেয়িং কন্ডিশন ও প্রতিবেদনে “ব্যাটার” ব্যবহার করছে। আইনের এ সংশোধনীর পর আমরা অন্যদেরও এ পরিভাষা ব্যবহার করতে অনুরোধ করছি।’
এমসিসির সহকারী সচিব জেমি কক্স বলেন, ‘এমসিসি বিশ্বাস করে সবার জন্য খেলা। আধুনিক সময় পরিবর্তনকেও স্বাগত জানায়। ক্রিকেটীয় পরিভাষায় “ব্যাটার” শব্দের ব্যবহার স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। এটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উপযুক্ত সময় এখনই।’
এর অর্থ এখন থেকে সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিমরা ব্যাটসম্যান নয়, ব্যাটার!
Discussion about this post