গতবার মাঝ পথে থমকে দাঁড়িয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনার হানায় স্থগিত হয়ে যায় মাঠের ক্রিকেট। চার মাস পর ভেন্যু বদলে এখন এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট সংযুক্ত আরব আমিরাতে। তবে এরপরও যেন কোভিড থেকে রক্ষা নেই। মাঠের ক্রিকেট শুরুর শুরুর চতুর্থ দিনেই ধরা দুঃসংবাদ। করোনা আক্রান্ত হলেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার থাঙ্গারাসু নাটরাজন।
বুধবার বিবৃতিতে জানায় আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আরটি-পিসিআর টেস্টে নাটরাজনের করোনা আক্রান্তের খবর নিশ্চিত হয়েছেন তারা। হায়দরাবাদ দলের বাকিদের থেকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে এই পেসারকে।
নাটরাজনের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন আরও ছয় জন। তাদেরও আইসোলেশনে রাখা হয়েছে। তাদের মধ্যে ক্রিকেটার একজনই। তিনি বিজয় শঙ্কর। অন্যরা হলেন দলের ম্যানেজার বিজয় কুমার, ফিজিওথ্যারাপিস্ট শ্যাম সুন্দর জে, চিকিৎসক অঞ্জনা ভান্না, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকার ও নেট বোলার পেরিয়াস্বামি গানেসান।
আরটি-পিসিআর টেস্টে নাটরাজনের সংস্পর্শে আসা ৬ ক্রিকেটারসহ দলের বাকি সবাই নেগেটিভ হয়েছেন।
আইপিএলের প্রথম পর্বে একাধিক ক্রিকেটার আক্রান্ত হন করোনায়। এ কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল খেলা। গত মে মাসে বেশ কয়েকটি দলের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝপথে স্থগিত করা হয় টুর্নামেন্ট। কিন্তু এখানেও সেই একই দৃশ্যপট। জৈব সুরক্ষা বলয়েও করোনা থেকে মুক্তি মিলছে না।
Discussion about this post