সাফল্যের সিড়ির ধাপ একটি একটি পেরিয়ে এখন তিনি জাতীয় দলের সদস্য। শামীম হোসেন পাটোয়ারী। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নাম লিখিয়েছেন এ বছরই। টি-টুয়েন্টি খেলেছেন ৭টি। টি-টুয়েন্টি বিশ্বকাপ দলেও আছেন এই মারকুটে ব্যাটসম্যান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্মৃতি সঙ্গে নিয়ে এবার মূল বিশ্বকাপে ঝড় তুলতে চান তিনি।
সোমবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শামীম বলেন, ‘যেহেতু আমরা একটা বিশ্বকাপ জিতে আসতে পেরেছি, এবার মূল বিশ্বকাপ, তো আমরা আশাবাদী এবার আমরা ভালো কিছু আনবো।’
২১ বছর বয়সী শামীম রোমাঞ্চিত তার স্বপ্নের ক্রিকেটারদের সঙ্গে খেলবেন। শামীম বলেন, ‘ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সাকিব ভাই, রিয়াদ ভাইদের সঙ্গে খেলব। এখন যেহেতু ওনাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা আমরা যারা জুনিয়ার আছি তাদেরকে অনেক সাপোর্ট করেন। রিয়াদ ভাই সবসময় আমাদের সাপোর্ট করেন। জুনিয়র ক্রিকেটারদের স্নেহ করেন। রিয়াদ ভাই সব সময় আমাদেরকে ফ্রি খেলার জন্য বলেন।’
জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচে ২৯, পরের ম্যাচেই করেন ৩১ রান। যদিও এরপর ঘরের মাঠে সাফল্য পান নি। বিশ্বকাপের আগে শামীম বললেন, ‘যেহেতু এটা বিশ্বকাপ, ভালো ভালো খেলোয়াড়রা থাকবেন, বিশ্বমানের বোলাররা থাকবেন, আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ।’
ওমানে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। তার আগে ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ দল।
Discussion about this post