সামনের অক্টোবরে ৩৮-এ পা দেবেন তিনি। অবশ্য আগেই রাজনীতিতে নাম লেখানো মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট থেকে আছেন দূরে। তবে এখনো অবসর নেননি এই মহাতারকা। বয়স আর সময় চলে গেলেও ফের খেলার মাঠে ফেরার পরিকল্পনা করছেন ম্যাশ। এরমধ্যে ওজন বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৯৭ কেজি। সেটি ৭৯-তে নিয়ে এসেছেন।
চোখ এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)। খেলতে চান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল)। অবশ্য খুলনার বিভাগের দলে নাম নেই মাশরাফির।
এটাও ঠিক লাল বলের ক্রিকেটে তিনি নেই অনেক দিন ধরেই। ২০০৯ সালে টেস্ট অধিনায়কত্বের অভিষেক ম্যাচে ইনজুরিতে পড়ে চলে যান মাঠের বাইরে। এরপর আর টেস্টে দেখা যায়নি। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিলেন অনিয়মিত। সময়ের ঘড়ি বলছে সর্বশেষ জাতীয় লিগের ম্যাচ খেলেছেন ২০১৮ সালের এপ্রিলে। সেই মাশরাফিকে আবার দেখা যেতে পারে জাতীয় লিগে। মধ্য অক্টোবরে শুরু হতে যাওয়া এই প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে পারেন তিনি।
তবে জাতীয় লিগে কি খুলনা দলে জায়গা পাবেন মাশরাফি? এই প্রশ্নের সরাসরি উত্তর নেই। ফিটনেস অবশ্যই এখানে বড় একটা প্রসঙ্গ। খুলনার বিভাগের এই প্রতিনিধির নাম তালিকাতেই নেই বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসন্ন এনসিলের যে ৩০ জন খেলোয়াড়ের তালিকা পাঠানো হয়েছে, সেখানে নেই মাশরাফির নাম।
তবে মাশরাফি খেলতে রাজি থাকলে অবশ্য অন্য পথও বের হতে পারে। অবশ্য তার আগে ফিটনেসটা ঠিক করতে হবে তাকে। কোন চ্যালেঞ্জে হারার রেকর্ড অবশ্য কমই আছে এই তারকা ক্রিকেটারের।
Discussion about this post