নতুন এক বিতর্ক ‘মানকাড’ আউট। তখন মাত্রই ফিফটি এসেছে তাহজিবুল ইসলামের ব্যাটে। শেষ জুটিতে ভর করে আফগানিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঠিক তখনই আফগান অধিনায়ক নানগেয়ালিয়া খারোটে ভিন্ন এক দৃশ্যের জন্ম দেন। বল ডেলিভারির আগ মুহূর্তে ফেলে দিলেন নন-স্ট্রাইক প্রান্তের বেলস। তখন ব্যাটসম্যান মুশফিক হাসান ক্রিজের বাইরে।
আবেদনের পরই আম্পায়ার জানালেন আউট! বাংলাদেশ শিবিরে তখন হতাশা। আর উল্লাসে মাতে আফগানরা। ‘মানকাড’ আউট করে এবারের সফরে তারা প্রথম জয়ের দেখা পেয়ে গেল!
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব ওয়ানডে সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে চতুর্থ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল জিতল ১৯ রানে।
শুক্রবারের এই ম্যাচ শেষ হতেই চলছে ‘মানকাড’ আউট নিয়ে বিতর্ক। অনেকেই বলছেন এটি ক্রিকেটের চেতনা বিরোধী। এনিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন বিডিনিউজ২৪.কমের ক্রিকেট রিপোর্টার নামী সাংবাদিক আরিফুল ইসলাম রনি। পাঠকের অনেক প্রশ্নের উত্তর দিলেন, চলুন দেখে নেই কী লিখেছেন তিনি।
”বাংলাদেশ যুব দলের শেষ ব্যাটসম্যান মুশফিক হাসানকে ‘মানকাড’ আউট করে উল্লাসে উড়ছেন আফগান যুব দলের অধিনায়ক নানগেয়ালিয়া খারোটে…
সিলেটে আজ চতুর্থ যুব ওয়ানডে ম্যাচের শেষ মুহূর্তের দৃশ্য এটি। তাহজিবুল হাসানের সঙ্গে যখন বাংলাদেশের শেষ ব্যাটসম্যান মুশফিক উইকেটে যোগ দেন, জয়ের জন্য তখনও প্রয়োজন ৪৬ রান…
কিপার-ব্যাটসম্যান তাহজিবুল দারুণ খেলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। নিজে স্ট্রাইক নিয়ে শেষ ব্যাটসম্যানকে আগলে রেখে রান বাড়াচ্ছিলেন। এক ওভারে দুটি চার মারেন, পরে টানা দুই ওভারে দুটি ছক্কা…
যে ওভারে ফিফটি স্পর্শ করেন, এর এক বল পরই এই মানকাড আউটের ঘটনা। বল ডেলিভারি করার আগ মুহূর্তে বেলস ফেলে দেন বাঁহাতি স্পিনার খারোটে, মুশফিক তখন ক্রিজের সামান্য বাইরে…
১৯ রানে ম্যাচ জিতে যায় আফগানরা। টানা তিন হারের পর সিরিজে তাদের প্রথম জয়…
মানকাডিং বা নন স্ট্রাইক প্রান্তে বোলারের রান আউট করা নিয়ে এখনও অনেক বিতর্ক হয়। আমি বরাবরই বলি, এটা নিয়ে বিতর্ক কিংবা পক্ষে-বিপক্ষে অবস্থানের কোনো সুযোগই থাকা উচিত নয়। ক্রিকেটের আইনে একটা আউট আছে। আউট মানে আউট…. আর সব আউটর মতোই হওয়া উচিত…
সেটার সঙ্গে ক্রিকেটীয় স্পিরিটের কোনো সম্পর্ক থাকাই উচিত নয়। বিশেষ করে এই যুগে, টিভি রিপ্লেতে সেন্টিমিটারের ব্যবধানে কোনো ব্যাটসম্যান রান আউট হন বা বেঁচে যান। সেখানে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান সামান্যতম এগিয়ে যাওয়া মানেও অন্যায় সুবিধা নেওয়া। বোলারের অবশ্যই তাকে রান আউট করা উচিত। না করাটাই বরং নিজ দলকে বঞ্চিত করা…
আফগান অধিনায়ক ঠিক কাজটিই করেছেন। আমাদের যুবাদের এসব ব্যাপারে এখন থেকেই সচেতন ও মনোযোগী হওয়া উচিত। এই রান আউটে কোনো দুর্ভাগ্য বা অন্যায়ের শিকার হওয়ার ব্যাপার নেই। এটা ব্যাটসম্যানের অন্যায় সুবিধা নেওয়ার প্রবণতা কিংবা অমনোযোগিতা বা অসচেতনতা…”
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২১০/৮
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.২ ওভারে ১৯১/১০
ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৯ রানে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ যুবারা।
ম্যাচসেরা: বিলাল আহমাদ।
Discussion about this post