বিশ্বকাপ ক্রিকেট শেষ হতেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-টেন ক্রিকেট। ১৯ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-টেন ক্রিকেটের নতুন পর্ব। ১০ ওভারের এই লড়াই শেষ হবে ৪ ডিসেম্বর। যেখানে বাংলা টাইগার্স তাদের হেড কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। এই নামটা অবশ্য টাইগারদের কাছে পরিচিত। ২০১১-২০১২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ছিলেন তিনি।
বাংলা টাইগার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও কোচ আফতাব আহমেদের স্থলাভিষিক্ত হবেন স্টুয়ার্ট ল। আসন্ন মৌসুমে বাংলা টাইগার্স ব্যাটিং পরামর্শক হবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পল নিক্সন। দলটির বোলিং কোচের দায়িত্বে আরেক পরিচিত মুখ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেইট। যিনি এখন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ।
জানা গেছে, বাংলা টাইগার্স এবার তাদের আইকন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটার ও দেশটির সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। অধিনায়ক হবেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের টি-টেন।
Discussion about this post