জাতীয় দলের ক্রিকেটাররা রয়েছেন ছুটিতে। দিন কয়েক পরই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ক্যাম্প। তার আগে দল বেরিয়ে গেছে জৈব সুরক্ষা বলয় থেকে। তবে ব্যস্ততা আছে টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হকের। তিনি তো এই ফরম্যাটের ক্যাপ্টেনও। নভেম্বরেই মাঠে নামতে হবে তাকে টেস্ট মিশনে। কারণ বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তান দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত হয়েছে। ১৯ নভেম্বর বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের টি-টুয়েন্টির প্রথম ম্যাচ। তারপর ২০ ও ২২ নভেম্বর পরের দুই টি-টুয়েন্টি।
তারপরই দুই ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের পথচলা শুরু হবে এই সিরিজে। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলায় হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচের আগে মুমিনুল, সাদমান, সাইফ হাসানদের প্রস্তুতি দিতে অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগ আয়োজন করতে চাইছে ক্রিকেট বোর্ড। দেশের দুইটি স্টেডিয়াম সিলেট ও কক্সবাজারে চারটি মাঠে ম্যাচ আয়োজন করবে। করোনার কারণে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ে হবে এই আয়োজন।
মুমিনুল হকরা সবশেষ টেস্ট খেলেছে জুলাইতে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। তখন জয় ধরা দিয়েছিল। এবার সামনে পাকিস্তান। এ অবস্থায়
এইচপি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ। ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। মুমিনুল হক ‘এ’ দলকে নেতৃত্বে যেখানে খেলবেন সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, সাদমান ইসলাম, মিঠুন, মেহেদী হাসান মিরাজরা।
Discussion about this post