আগামী মাসেই বিশ্বকাপ মিশন বাংলাদেশের। যেখানে প্রতিপক্ষ হিসেবে টাইগাররা পাবে ওমানকে। ১৯ অক্টোবর তাদের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সেই ওমানেরই এক ক্রিকেটার ঝড়ো শতরানে বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশকে।
জাতিন্দার সিং, ওমানের ওপেনার। সেই তিনিই ব্যাটে ঝড় তুলে করলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। মঙ্গলবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে নেপালের বিপক্ষে মাস্কাটে ৬০ বলে শতক করেন তিনি। লিগ টু ও ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপ মিলিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটিই। আর এটিই আইসিসি সহযোগী দেশগুলির ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে দ্রুতগতি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড।
সহযোগী দেশ থাকা অবস্থার দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের। ২০১১ বিশ্বকাপে ৫০ বলে সেঞ্চুরি করেন তিনি। অবশ্য আইরিশরা এখন পূর্ণ সদস্য।
এদিন জাতিন্দার তিনটি করে চার ও ছক্কায় ওভারে ৩০ রানে এরপর কারান কেসির বলে দুটি বাউন্ডারিতে ফিফটি স্পর্শ করেন ২১ বলে। তার ৯০ রান হয়ে যায় ৪০ বলে। পরের ১০ রান করতে লাগে ২০ বল। ১২ চার ও ৬ ছক্কায় ৬২ বলে ১০৭ রানে করেন তিনি। ৫ উইকেটে ম্যাচ জিতে ওমান।
সন্দেহ নেই এটি টাইগারদের জন্য একটা বার্তা। ওমান নিশ্চিয়ই তাদের দেশে সেরাটা দিয়েই লড়বে।
Discussion about this post