ব্যস্ত ক্রিকেট সূচিতে বিশ্রামের সুযোগ নেই। একের পর এক সিরিজ। আসছে মাসেই মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৪ নভেম্বর ফাইনাল। এর পাঁচ দিন পরই মিরপুরে শুরু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। বিশ্বকাপের পরই বাংলাদেশে চলে আসছে পাকিস্তান দল।
মঙ্গলবার বিকেলে আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে থাকা সিরিজটির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টুয়েন্টি বিশ্বকাপের পরই তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল।
পাকিস্তানের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
গণমাধ্যমে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।’
টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর। শেষ হবে ১৪ নভেম্বর। তারপরই জমবে বাংলাদেশ-পাকিস্তানের লড়াই। ৬ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তারপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। দ্বিতীয়টি হবে মিরপুরে।
টি-টুয়েন্টি ম্যাচ তিনটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। ২৬ নভেম্বর প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তারিখ ম্যাচ ভেন্যু
১৯ নভেম্বর ২০২১ প্রথম টি-টুয়েন্টি শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২০ নভেম্বর ২০২১ দ্বিতীয় টি-টুয়েন্টি শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২২ নভেম্বর ২০২১ তৃতীয় টি-টুয়েন্টি শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
২৬–৩০ নভেম্বর ২০২১ প্রথম টেস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৪–৮ ডিসেম্বর ২০২১ দ্বিতীয় টেস্ট শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর
Discussion about this post