ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুর সময় ঘোষণা করা হয়নি এখনো। তবে এরইমধ্যে বেশ সরগরম ক্লাব পাড়া। কারণ আগে ভাগেই দল গুছিয়ে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে মোহামেডান স্পোর্টিং লিমিটেড শক্তিশালী দল গড়ছে। ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে আছেন সাকিব আল হাসান। এবার দলটি টেনেছে জাতীয় দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে।
আগের মৌসুমে আবাহনী লিমিটেডের নেতৃত্বে ছিলেন মুশফিক। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। দুজনই এখন মোহামেডানের।
গত রোববার রাতে আনুষ্ঠানিকভাবে রিয়াদ-মুশফিকের সঙ্গে চুক্তি করেছে মোহামেডান। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বেনজীর আহমেদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর হয়েছে।
সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজও নাম লিখিয়েছেন মোহামেডানে। প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান শেষবার শিরোপা জিতেছিল ২০০৮-০৯ মৌসুমে। এবার শিরোপায় চোখ রেখে দল গড়েছে তারা।
মোহামেডান দল-
পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম।
Discussion about this post