মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার মাঠে নেমেই চমক দেখালেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতেই নতুন এক উচ্চতায় সাকিব আল হাসান। বন্ধু তামিম ইকবালকে পেছনে ফেললেন বিশ্বের এক নম্বর টি-টুয়েন্টি অলরাউন্ডার। যিনি বুধবার সকালেই জানিয়েছেন আসন্ন বিশ্বকাপে তিনি খেলবেন না।
সেই তামিকে পেছনে ফেলে ৩৫৮টি আন্তর্জাতিক ম্যাচে টাইগারদের হয়ে খেলার অনন্য অর্জন যোগ হলো সাকিবের নামের পাশে। অবশ্য এখনো এখানে নাস্বার ওয়ান হতে পারেননি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড অবশ্য মুশফিকুর রহিমের। ৩৮৯টি ম্যাচে মাঠে নেমে এ তালিকায় সবার শীর্ষে তিনি। এখন অব্দি ৩০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৫ জন বাংলাদেশি ক্রিকেটার।
তামিম ইকবাল ৩৫৭টি ম্যাচ খেলে এই তালিকায় তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে বর্তমান টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ৩৪৮ ম্যাচ তার নামের পাশে। এরপরই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি খেলেছেন ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ ।
Discussion about this post