বাংলাদেশ ফেভারিট। দাপট থাকবে টাইগারদের। এমনটা আঁচ করা গিয়েছিল আগেই। তাই বলে এমন পতন? উইকেটে আসা আর যাওয়ার দায়টুকু যেন সারলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বাংলাদেশের বোলিং তোপে অসহায় আত্মসমর্পন সফরকারীদের।
অথচ মিরপুরের শেরেবাংলায় বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্য সঙ্গে ছিল না বাংলাদেশের। হেরে যেন ভালই হলো। প্রতিপক্ষকে লজ্জায় ডুবাল টাইগার বোলাররা। নিউজিল্যান্ড অলআউট ৬০ রানে।
টি-টুয়েন্টিতে এটিই কিউইদের সর্বনিম্ন রান। আগের সবচেয়ে কম রানও ছিল ৬০। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে। তবে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দল মিলিয়ে সর্বনিম্ন রানের রেকর্ডও এটি। আগের সর্বনিম্ন ছিল সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার ৬২ রান ।
মুস্তাফিজুর রহমান ২.৫ ওভারে ১৩ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট পান দুই স্পিনার নাসুম আহমেদ ও সাকিব আল হাসান। পেসার সাইফউদ্দিনও সমান সংখ্যক উইকেট নেন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন হেনরি নিকলস ও টম ল্যাথাম।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের আগের সর্বনিম্ন স্কোর ছিল ১৪৫ রান। এবার রীতিমতো আত্মসমর্পন করল তারা। নিউজিল্যান্ডের সঙ্গে টি-টুয়েন্টি রেকর্ড শুধুই হারের। এই দলটিকে আগে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। দশ ম্যাচ খেলে হেরেছে প্রতিটিতেই। এবার দেশের মাঠে সেই ইতিহাস ভাঙতে তৈরি বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১৬.৫ ওভারে ৬০ (ব্লান্ডেল ২, রবীন্দ্র ০, ইয়াং ৫, ডি গ্র্যান্ডহোম ১, ল্যাথাম ১৮, নিকোলস ১৮, ম্যাকনকি ০, ব্রেসওয়েল ৫, এজাজ ৩, টিকনার ৩*, ডাফি ৩; মেহেদি ৪-০-১৫-১, নাসুম ২-০-৫-২, সাকিব ৪-০-১০-২, মুস্তাফিজ ২.৫-০-১৩-৩, মাহমুদউল্লাহ ২-০-৮-০, সাইফ ২-০-৭-২)।
Discussion about this post