নিউজিল্যান্ডের সঙ্গে টি-টুয়েন্টি রেকর্ড শুধুই হারের। এই দলটিকে আগে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। দশ ম্যাচ খেলে হেরেছে প্রতিটিতেই। এবার দেশের মাঠে সেই ইতিহাস ভাঙতে তৈরি বাংলাদেশ। এই লড়াইয়ে অবশ্য বুধবার মিরপুরের শেরেবাংলায় টস ভাগ্য সঙ্গে ছিল না বাংলাদেশের।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেখানে শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ৯ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট।
আগের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজত্ব করেছে বাংলাদেশ। যেখানে ৫ ম্যাচেই প্রথম ওভার নেন মেহেদী। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সাফল্য ধরে রাখলেন। এবার রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মেহেদী। আন্তর্জাতিক অভিষেকে প্রথম বলেই বিদায় নিলেন রবীন্দ্র। নিউজিল্যান্ডের হয়ে টি-টুয়েন্টি অভিষেকে গোল্ডেন ডাক পাওয়া চতুর্থ ক্রিকেটার রবীন্দ্র। আগের তিনজন ম্যাথু সিনক্লেয়ার, কাইল মিলস ও ফিন অ্যালেন।
এরপরের ওভারে নাসুম আহমেদ পান সাফল্য। তিনি ফেরান অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোমকে (১)। একই ওভারে নাসুম তার স্পিনে আউট টম ব্লান্ডেল।
সাকিব আল হাসান ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে তার স্পিনে আউট উইল ইয়াং। সাকিবের স্লো বল বুঝতেই পারলেন তিনি। এক পর্যায়ে ৪ ওভারে ৯ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে কিউইরা।
বাংলাদেশ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ ( অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ:
রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার।
Discussion about this post