ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুদিন আগেই দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজত্ব করেছে বাংলাদেশ। দল পেয়েছে ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ৪-১ এ জয়। এবার সমান টি-টুয়েন্টিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভেন্যু সেই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। তার আগে কিউইদেন বিপক্ষে জয়ের যে মন্ত্র ছিল সেই ‘দলীয় ঐক্য’-র জয়গান বাংলাদেশ শিবিরে।
এই লড়াইয়েও টাইগারদের জয় দেখছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে শুক্রবার অনুশীলনের প্রথম দিন আশার কথা শোনালেন তিনি। জানালেন আরও একবার জয়ের আনন্দে দেশকে ভাসাতে প্রস্তুত তারা।
শেরেবাংলায় শুক্রবার অনুশীলনের প্রথম দিনই পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ও প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তাদের শিষ্যদের নিয়ে কাজ করলেন। ঘাম ঝরানো অনুশীলনে প্রস্তুত করলেন নিজেদের। প্রথম দিনের অনুশীলনে বিসিবির ভিডিও বার্তায় সিরিজ নিয়ে আশার কথা শোনালেন সোহান।
এই উইকেট কিপার বলছিলেন, ‘অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। আমার মনে হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা সিরিজ হবে। দল হিসেবে যদি আমরা খেলতে পারি, তাহলে আমাদের ভালো ফলার করার সম্ভাবনা বেশি থাকবে। তাছাড়া সবশেষ দুটি সিরিজ আমরা দল হিসেবে খেলতে পেরেছি। চ্যালেঞ্জিং বা প্রতিযোগিতা বলতে, বাংলাদেশ দলের ড্রেসিং রুমে খুব ভালো একটা পরিবেশ রয়েছে। আমরা ১৫ জন বা ২০ জন যারাই আছে, সবাই মন থেকে চায় যেন মাঠের ১১ জন ভালো করে।’
অজিদের বিপক্ষে মূলত বোলাররাই স্লো উইকেটে জিতিয়েছেন দলকে। সেই সাফল্যটা কিউইদের বিপক্ষেও চাইছেন সোহান। বলেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করেছি। মুস্তাফিজ তো অসাধারণ ছিল। আমার কাছে মনে হয়, সাকিব ভাই, শরিফুল, সবাই খুবই ভালো সাপোর্ট দিয়েছে। মেহেদিও খুব ভালো বোলিং করেছে। সত্যি কথা বলতে, আমরা সবাই দল হিসেবে খেলতে পেরেছি, এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করব।’
মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কিউইদের ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টি আগামী ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকেল ৪টায় শুরু হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
Discussion about this post