অবশেষে বৃহস্পতিবার হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। রাজধানীর একটি হোটেলে সকাল ১১টায় শুরু হওয়ার কথা এই আয়োজন।
তিন বছর পর এজিএম আয়োজন করেছে বিসিবি। গত ২৭ জুলাই বোর্ডের দশম সভা শেষে এজিএমের তারিখ নির্ধারণ করা হলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। এজিএমে অংশ নেওয়ার কথা রয়েছে ১৬৬ কাউন্সিলরের। এরমধ্যে প্রায় সবাই বর্তমান পরিচালনা পরিষদের কাছের ও নির্ভরযোগ্য ব্যক্তি। এ কারণেই বোর্ডের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়া বা যে কোনো বিষয় নিয়ে কথা বলার মতো মানুষ যে সভায় থাকবে না সেটি অনেকটাই নিশ্চিত।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে হবে এজিএম। চার বছরের আয়-ব্যয় সংক্রান্ত অডিট রিপোর্ট, কার্যক্রমসহ সবকিছুর অনুমোদন নিয়ে আলোচনা হবে। অর্থবছর সমূহের আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিরীক্ষণ ও অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন করা হবে এজিএমে।
বুধবার মিরপুরে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘গত তিন বছর আমাদের নানা সীমাবদ্ধতার কারণে আমরা আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারিনি। এ বছর চেষ্টা ছিল জুলাই মাসে আমাদের এজিএম করার। সেটা সম্ভব হয়নি কোভিড প্রতিবন্ধকতার কারণে। আমাদের অনেক কাউন্সিলর ঢাকায় অবস্থান করছেন। আশা করছি সুষ্ঠ, সুন্দরভাবে আমাদের বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারব।’
দীর্ঘদিন পর এজিএম। তাই কাউন্সিলরদের জন্য বিশেষ উপহারও দিচ্ছে বিসিবি। এক লাখ টাকার চেক ও অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ দেওয়া হচ্ছে এবার।
Discussion about this post